রোমানিয়ার ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি) দেশটির সংখ্যালঘু মুসলিম বামপন্থী দলের নেত্রী সেভিল শাইদেকে (৫২) প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে। ২০১২ সালে গণভোট কারচুপির এক মামলায় দেশটির প্রধানমন্ত্রী লিভিও ড্রাগনেয়া দোষী হওয়ায় তাকে অপসারণ করা হয়।
জানা যায়, গত বুধবার দেশটির ক্ষমতাসীন দল পিএসডি ৫২ বছর বয়সী শাইদেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়। শাইদে এর আগের মেয়াদে ক্ষমতাসীন বামপন্থী সরকারের আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ছিলেন। এখন প্রেসিডেন্ট ক্লাউস উয়োহানিস অনুমোদন দেয়ার পর পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হলেই তিনি দেশটির প্রধানমন্ত্রী পদে দায়িত্বে আসবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার