নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি এবার থেকে ইংলিশ কাউন্টি টি২০ প্রতিযোগিতায় কোচের দায়িত্ব পালন করবেন। লর্ডসভিত্তিক দল মিডলসেক্সের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভেট্টোরি। ২০১৭ সাল থেকে কোচিং শুরু করবেন। জুলাই থেকে ইংলিশ কাউন্টি টি২০ শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের শুরুর দিকে।
এর আগে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লীগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে কোচের দায়িত্ব পালন করেছেন ভেট্টোরি। তিনি বলেছেন, আমি ভীষণ আনন্দিত। সব ক্রিকেট খেলোয়াড়ের মতো আমিও লর্ডস ভীষণ ভালোবাসি। কোচ হিসেবে আসলেও সে জায়গার এতটুকু পরিবর্তন হবে না। তবে মিডলসেক্সের খেলোয়াড়দের মানের কারণেই দলটির কোচ হতে আগ্রহী হয়েছি।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা