মালয়েশিয়ায় একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্ততপক্ষে ১৪ জন নিহত ও আরও ১৬ জন আহত হয়েছেন। আজ শনিবার দেশটির জোহর বারু থেকে যাত্রী নিয়ে বাসটি রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে বলে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ছয়জন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু রয়েছে।
এদিকে, আহতদের মধ্যে সাতজন মালয়েশীয়, পাঁচজন সিঙ্গাপুরের, দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। আহত বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
মালয়েশিয়া পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, 'চালক নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটি উচ্চগতিতে থাকায় পাহাড়ি সুড়ঙ্গে ধাক্কা খেয়েছিল।'
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম