নতুন বছরে (২০১৭ সাল) দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আজ শনিবার প্রকাশিত তার প্রথম ক্রিসমাস বার্তায় তিনি এ আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসাকে কেন্দ্র করে নেয়া গণভোটে দেশে চরম বিভক্তি দেখা দেয়ার প্রেক্ষাপটে এমন আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসায় বৃটেনের এখন ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে নতুন ভূমিকা পালনের সুযোগ গ্রহণ করা উচিত।
গত বছর জুনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে ৫২ শতাংশ ভোট পড়ে। আর বিষয়টি প্রায় বছর জুড়েই আলোচনার কেন্দ্রে থাকে।
মে বলেন, তিনি মার্চের শেষ নাগাদ ইইউ থেকে বেরিয়ে আসার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে চান। আর এই প্রক্রিয়া শেষ করতে দুই বছর সময় লাগতে পারে।
ক্রিসমাস উপলক্ষে দেয়া এই বার্তায় মে আরও বলেন, ‘দেশ হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসায় এখন আমাদের অবশ্যই বিশ্বে নেতৃত্ব দেয়ার ঐতিহাসিক সুযোগ অর্জন এবং ভবিষ্যতে এ লক্ষ্যে এগিয়ে যেতে আরও ঐক্যবদ্ধ হতে হবে।’
বিডি প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম