পাকিস্তানের রাষ্ট্রপতির অফিসের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে দেশটির ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার অভিযোগ, অনুমতি ছাড়াই তার একটি বক্তৃতা চুরি করেছে রাষ্ট্রপতির দফতর এবং তাকে না জানিয়েই সেটি অন্য একজনকে দিয়ে দেওয়া হয়। ১১ বছরের ওই ছাত্র মোহাম্মদ সাবিল হায়দার তার বাবার সাহায্যে ইসলামাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছে। খবর এই সময়ের।
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিবসের একটি অনুষ্ঠানের জন্য বক্তৃতা তৈরি করেছিল ওই ছাত্র। ইসলামাবাদ মডেল কলেজ ফর বয়েজের ছাত্র সাবিল জানিয়েছে যে ২২ ডিসেম্বর পাকিস্তানের রাষ্ট্রপতির দফতর আয়োজিত একটি অনুষ্ঠানে সে যোগ দেয়। সেখানে 'পাকিস্তান কা মুস্তাকবিল' নামে বিষয়ের ওপর তাকে বলতে বলা হয়েছিল। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, নিজের বক্তৃতা আগেই লিখিত ভাবে জমা দিতে হয়েছিল তাকে। অনুষ্ঠানের দিন নিজের বক্তব্যের ঠিক আগে সে শোনে যে অন্য একটি মেয়ে ঠিক তার বক্তৃতাই বলে চলেছে। এতে মানসিক ভাবে ভেঙে পড়ে ওই ছাত্র। এমনকি এই অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে দু'টি পরীক্ষাও বাদ পড়েছিল তার।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব