দক্ষিণ কোরিয়ার দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট সরানোর জন অভিনব প্রতিবাদ জানাল দেশটির প্রেসিডেন্ট। দশ হাজার দক্ষিণ কোরিয়ানকে সান্তা ক্লজের পোষাক পরে প্রতিবাদ মিছিল করতে দেখা গেল রাজধানী সোলের পথে। প্রত্যেকের মুখে প্রেসিডেন্ট পার্ক গোইন এর বিরুদ্ধে স্লোগান।
প্রত্যেক প্রতিবাদীদের একটাই দাবি, প্রেসিডেন্টের অপসারণ। কয়েকদিন আগেই গণভোটে প্রেসিডেন্ট অপসারণের দাবিতে রায় দিয়েছিলেন দেশের মানুষ। এখন অপসারণের প্রক্রিয়া আটকে আছে আদালতে। সেখানে সায় না পেলে সরানো যাবে না তাকে। প্রতিবাদ মিছিলের আয়েজকদের দাবি, পাঁচ লক্ষের বেশি মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন।
এক প্রতিবাদী বললেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা গণতন্ত্রের প্রকৃত ভাষা শেখাতে চাই। তাই এমন দিন বেছে নিলাম।’ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ ছিল বিপুল পরিমান অর্থ কারচুপির।
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৬