নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত ট্রাম্প ফাইন্ডেশন বন্ধের ঘোষণা দিয়ে বলেন, স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবাদের বহিঃপ্রকাশ দেখতে চান না তিনি। জানা যায়, ট্রাম্প ফাইন্ডেশনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। ফাউন্ডেশনের বিরুদ্ধে আনা অসঙ্গতির অভিযোগ তদন্ত করছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, তদন্ত চলাকালীন ফাউন্ডেশন বন্ধ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। যদিও অসঙ্গতির সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
গত শনিবার এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, বছরের পর বছর অনেক ভালো কাজ করেছে ট্রাম্প ফাইন্ডেশন। মিলিয়ন মিলিয়ন ডলার আয় করা অনেক গ্রুপকে সাহায্য করেছে ফাউন্ডেশন। দেশটির প্রবীণ, আইনপ্রয়োগকারী কর্মকর্তা ও শিশুদের জন্য অনেক ভালো কাজ করেছে। ট্রাম্প আরো জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে যেকোনো ধরনের বিবাদ থেকে দূরে থাকতে তিনি ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজনে অন্যভাবে মানুষের উপকারে কাজ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
বিডি প্রতিদিন/এ মজুমদার