উড্ডয়নের পর রাডার থেকে 'অদৃশ্য' হয়ে যাওয়া রাশিয়ার সামরিক বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে এখনও কোন তথ্য জানা যায়নি। আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, উদ্ধারকারী দল কৃষ্ণ সাগরে বিমানটির সন্ধান পেয়েছে।
এর আগে স্থানীয় সময় রবিবার ভোরে কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি শহর থেকে ৯২ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই রুশ সামরিক বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে যাওয়ার সময় রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল