বড়দিনে বিশ্ব শান্তির বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে আজ রবিবার উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘কয়েকদিন আগেই বার্লিনে ট্রাক হামলা চালিয়ে ১২ জনের প্রাণ কেড়ে নেয় আইএস জঙ্গিরা। উৎসবের পরিবর্তে এই সব পরিবারের মাঝে আজ শোক বিরাজ করছে। বড়দিনে এসব পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
এদিন, বিশ্বের নানা প্রান্তে চলা যুদ্ধের বাতাবরণ নিয়েও দুঃশ্চিন্তা লুকিয়ে রাখেননি পোপ। তিনি বলেন, ‘সিরিয়ার যুদ্ধ এবার শেষ হওয়া উচিত। এত রক্তপাত আমায় ব্যথিত করে। চিন্তা বাড়ছে ইজরায়েল ও ফিলিস্তিনের সম্পর্ক নিয়েও। এই দুই দেশের মধ্যে এতদিনের ঝামেলা এবার মিটিয়ে নেওয়া উচিত। ওখানেও দিনের পর দিন লড়াই চলছে, প্রাণ যাচ্ছে মানুষের।’
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব