ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে আন্তঃসীমান্ত বন্দুকযুদ্ধে এক সৌদি সৈন্য প্রাণ হারিয়েছে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
সৌদি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, গত রাতে হুতি বিদ্রোহীরা সীমান্ত চৌকিতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে এক সৈন্য আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
২০১৫ সালের মার্চ মাসে সৌদি জোট ও ইয়েমেনী বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরুর পর থেকে এই নিয়ে অন্তত ১শ ১১ সৌদি সৈন্য প্রাণ হারালো।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম