ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এক অত্যাধুনিক অস্ত্রের সফল পরীক্ষা করেছে। বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট থেকে পরীক্ষামূলকভাবে ছোঁড়া হয় দেশে তৈরি স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন (এসএএডব্লিউ)। ১২০ কেজি ক্লাসের এই স্মার্ট ওয়েপন রানওয়ে, বাংকার কিংবা এয়ারক্রাফট হ্যাঙ্গার ধ্বংস করে দিতে পারে।
জানা যায়, এই অস্ত্রের রেঞ্জ ১০০ কিলোমিটার। নিরাপদ দূরত্ব থেকে শত্রুপক্ষের এয়ারফিল্ডে আঘাত হানা যাবে সহজেই। ওড়িশার চাঁদিপুর থেকে এই অস্ত্র পরীক্ষা করা হয়েছে। এটি একটি বিশ্বমানের অস্ত্র। যা ওজনেও হালকা। ২০১৩-র সেপ্টেম্বরে এই এসএএডব্লিউ প্রজেক্টের জন্য ৫৬.৫৮ কোটি টাকা বরাদ্দ করে ভারত সরকার।
ডিআরডিওর চেয়ারম্যান ড. এস ক্রিস্টোফার এই সফল পরীক্ষার জন্য ডিআরডিও-র টিমকে ও বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে চলতি বছরের মে মাসে এয়ারফোর্সের জাগুয়ার DARIN-II এয়ারক্রাফট থেকে এই অস্ত্রের পরীক্ষা করা হয়। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে সেই পরীক্ষা চালানো হয়েছিল। এবার ফের একবার সেই পরীক্ষা চালানো হল।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম