আটক করার এক বছর পর ২২০ জন ভারতীয় জেলেকে ছেড়ে দিল পাকিস্তান। সোমবার তাদের ভারতে পাঠানো হবে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এক বছর আগে পাকিস্তানের জলসীমানায় প্রবেশ করার অভিযোগে এসব জেলেকে গ্রেপ্তার করা হয়। ভারতের হাতেও বেশ কয়েকজন পাকিস্তানি জেলে আটক রয়েছেন।
পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা জানান, পাকিস্তানে মোট ৫১৯ জন ভারতীয় জেলে বন্দি রয়েছেন। এখন ২২০ জনকে মুক্ত করা হয়েছে। আগামী বছরের ৫ জানুয়ারি আরও ২১৯ জনকে মুক্ত করা হবে। ভারতেও ১৩জন শিশুসহ ১৫৬ জন পাকিস্তানি জেলে বন্দি রয়েছেন। আমাদের আশা ভারতও একই পদক্ষেপ নেবে।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা