মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার প্রায় সোয়া লাখ রোহিঙ্গা মুসলমান মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। যার মধ্যে প্রায় অর্ধলাখ শরণার্থীর মর্যাদা পেয়েছে। কিন্তু এত কিছুর পরও সমালোচনা পিছু ছাড়ছে না মালয়েশিয়ার। জাতিসংঘের মতে, মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা জীবন ঝুঁকিতে নেই। কিন্তু সেখানে তারা খুব ভালো অবস্থায়ও নেই। নানামুখী সংকটের মধ্য দিয়ে দিনযাপন করছেন রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা প্রদানে যে আন্তর্জাতিক আহ্বান ছিল, তাতে যুক্ত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে দেশটির অবস্থান 'অস্পষ্ট' ও 'নিঃশব্দ' ছিল বলে রিপোর্টে সমালোচনা করা হয়।
তবে রিপোর্টে আরও বলা হয়, ক্রমেই মালয়েশিয়ার মানুষজন দেশটিতে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও অন্যান্য জাতির শরণার্থীদের কাছে সহায়তা পৌঁছাতে উদ্যোগী হয়ে উঠছে। কারণ, এ মাসের শুরুর দিকে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ ইস্যুতে একটি সাহসিকতাপূর্ণ অবস্থান নিয়েছে।
সূত্র : মানবজমিন
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা