সম্প্রতি ভারত দূরপাল্লার ক্ষেপনাস্ত্র অগ্নি- ৫ এর সফল উৎক্ষেপণ করতে সক্ষম হলো দেশটির ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। উড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করে। পরমাণু বহনে সক্ষম এই ক্ষেপনাস্ত্র ‘অগ্নি’ পরিবারের মধ্যে সবচেয়ে আধুনিক বলে জানা যায়। এর আঘাত হানার ক্ষমতাও অনেক বেশি। এখান থেকে অগ্নি–৫ উৎক্ষেপণ করলে উত্তর চীনে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় অনায়াসে আঘাত হানতে পারে। এর লক্ষ্যমাত্রা ৫০০০ কিলোমিটার, যার মধ্যে পাকিস্তান, চীন ছাড়া পড়ছে ইউরোপও। সেখানে ক্ষেপনাস্ত্রের আগের সংস্করণগুলোর দৌঁড় ছিল পশ্চিম চীন বা পাকিস্তান।
১৭ দৈর্ঘ্যবিশিষ্ট এবং ৫০ টনের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ১০০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের (এমটিসিআর) সদস্য হওয়ার পর ভারত এই প্রথম দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে পেরেছে। অগ্নি-৫ ছাড়াও ভারতের তূণে অগ্নি ১, ২, ৩, ৪–এর মতো ক্ষেপনাস্ত্র এবং ব্রাহ্মসের মতো জাহাজ ক্ষেপনাস্ত্র রয়েছে। জানা যায়, ভারত ১৯৮৯ সালে প্রথম অগ্নি-১ ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূল উৎক্ষেপণ করেছিল। সূত্র: আজকাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার