ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘নক টেন’ নামে শক্তিশালী টাইফুনের আঘাতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর শহরে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, রবিবার ঘূর্ণিঝড়টি পূর্ব উপকূলে আঘাত হানে। কিন্তু এখনও এটি ১৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চলের অ্যাবে প্রদেশেই ৩ জন মারা গেছেন।
খবরে আরও বলা হয়, নক টেনে আঘাতে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন হয়ে পড়েছে। বহু গাছ-পালা উপড়ে পড়েছে। অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছেন। রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়চ্ছে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব