বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে খ্রিষ্ট ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন। এ উপলক্ষে খ্রিষ্টানদের তীর্থস্থান পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি সেজেছিল বর্ণিল সাজে। প্রায় মাসব্যাপী রং বেরংয়ের আলোর ঝলকানিতে রাতের ভ্যাটিকান সিটিকে চেনাই যেত না।
২৫ ডিসেম্বর যীশুখিষ্টের জন্মদিনে আনন্দ উল্লাস আর গীর্জায় গীর্জায় প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যিশু জন্মদিন পালন করা হয়। তবে অর্থনৈতিক মন্দা এবং ইউরোপে একাধিক সন্ত্রাসী হামলার কারণে ভ্যাটিকান সিটিতে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল বিগত বছরের তুলনায় খুবই কম।
সকালে পোপ ভক্তদের উদ্দেশ্য হাত নেড়ে শুভেচ্ছা জানান। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা খ্রিষ্ট ধর্মালম্বীরা তাদের এই তীর্থস্থানে দিন পার করেন পরিবার পরিজন নিয়ে।
তুলনামূলকভাবে উপস্থিতি কম থাকলেও বিকাল পর্যন্ত জাদুঘর এবং ভ্যাটিকান গার্ডেনে প্রবেশের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে অনেককে। এ বছর কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা ছিল ভ্যাটিকান সিটি। সন্দেহভাজনদের তল্লাশি করা হয়েছে।
দোকান মালিকরা জানিয়েছেন, ভিড় কম হওয়ায় বেচাকেনা ছিল না। বিগ বাসের খলিলুর রহমান লিটন বলেন, লোক সমাগম কম হওয়ায় পরিবহণ বাসগুলোর বেশিরভাগই ছিল খালি।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা