রাশিয়ায় ৩ রেল স্টেশনে বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। সোমবার দেশটির মস্কোতে পৃথক তিনটি রেল স্টেশনে বিস্ফোরক দ্রব্য রাখার খবরে সেখান থেকে যাত্রী সরাতে শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে তিন হাজার যাত্রী এবং রেল কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, কাজানস্কি, লেনিনগ্রাডস্কি, ইয়ারোস্লাভস্কি স্টেশনে পুলিশ কুকুর নামিয়ে জোর তল্লাশি শুরু করেছে। এছাড়া শহরের প্রত্যেকটি জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। রয়েছে পুলিশ পিকেটিং। উৎসবের মৌসুমে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুতি নিচ্ছে মস্কো প্রশাসন।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল