মসুলে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে বড়সড় সাফল্য পেয়েছে ইরাকি সেনাবাহিনী। এ যুদ্ধে এক সাথে ৯৭ জন আইএস জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।
ইরাকের যৌথ বাহিনীর কমান্ডার এক বিবৃতিতে জানিয়েছেন, মসুলে আইএসের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়াইয়ে প্রায় ৯৭ জন জঙ্গি নিহত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মসুলের দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধারকৃত তিনটি এলাকায় ফের আইএস হামলা প্রতিহত করেছে দেশটির সেনাবাহিনী। ওই লড়াইয়ে ৫১ জঙ্গি নিহত হওয়া ছাড়াও তাদের বোমা পেতে রাখা চারটি গাড়ি ও তিনটি সাজোয়া যান ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইরাকের যৌথ বাহিনীর কমান্ডার তার বিবৃতিতে আরও জানিয়েছেন, রবিবার বিমান বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আল ওয়াহদে এলাকায় একটি ভবনে হামলা চালিয়ে প্রায় ২৫ আইএস জঙ্গিকে হত্যা করেছে। ইরাকি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার জন্য ওই ভবনে জঙ্গিরা ছিল। আর সেই সময়ে তাদের উপর হামলা চালানো হয়।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল