ইউরোপিয়ান যাজক হলে হয়তো তার ঘটনাটিকে গুরুত্ব সহকারে বিচার করা হত। কিন্তু ভারতীয় যাজক হওয়ার কারণেই তিনি তেমন গুরুত্ব পাচ্ছেন না। বড়দিনের ঠিক পরে এভাবেই আক্ষেপ করতে শোনা গেল অপহৃত যাজক টম উজুননালিলকে।
সম্প্রতি এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তাকে বিশেষ এই আবেদন জানাতে দেখা গেছে। গত মার্চে আইসিসের হাতে অপহৃত হয়েছিলেন তিনি। তারপর তাকে উদ্ধার করার তেমন কোন চেষ্টা করা হয়নি বলেই তার আক্ষেপ। এই ভিডিওতে সে কথাই জানিয়েছেন তিনি। পোপের কাছে তিনি তার জীবন রক্ষা করার আবেদন জানিয়েছেন। একই আবেদন তিনি রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও।
কেরালার বাসিন্দা এই পোপ ইয়েমেন থেকে অপহৃত হয়েছিলেন। কিন্তু ইয়েমেনে ভারতীয় কোন দূতাবাস নেই। ফলে তাকে উদ্ধারের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধার মুখে পড়তে হয়। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনের সঙ্গে যোগাযোগ রেখে ফাদার টমের মুক্তির ব্যবস্থা করা হচ্ছে।
বন্দি থাকতে থাকতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বলে নিজের মুখেই জানিয়েছেন যাজক। সাধারণ মানুষকেও তার জন্য প্রার্থনা করতে আবেদন জানিয়েছেন তিনি। দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল