নতুন বছরকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিবের পদ থেকে বিদায় নিবেন বান কি মুন।
জানা গেছে, ৩১ ডিসেম্বরে টাইমস স্কোয়্যারে নিউ ইয়ার ইভ অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। সেখানে তার হাতেই শুরু হবে ২০১৭ সাল আসার ৬০ সেকেন্ডের কাউন্টডাউন।
অনুষ্ঠান আয়োজকরা জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিবই ওয়াটারপোর্ড ক্রিস্টাল বোতাম টিপে সূচনা করবেন অনুষ্ঠানের।
২০০৬ সালে এই দক্ষিণ কোরিও এ ব্যক্তিকে মহাসচিব পদে নির্বাচিত করা হয়েছিল। ৩১ ডিসেম্বর হল তার মেয়াদ শেষের দিন। তার আমলেই জাতিসংঘের ছাতার তলায় একত্রিত হয়েছে বহুদেশ। অনেকটা মিটেছে উদবাস্তু সমস্য। মনে করা হচ্ছে এই দিনের অনুষ্ঠান দেখতে টাইমস স্কোয়্যারে হাজির হবেন বহু মানুষ।