পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় গতকাল বিকালে লাহোর থেকে ২শ’ কিলোমিটার দূরে তোবা তেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে এমন ঘটনা ঘটে।
জানা যায়, ঘরে তৈরি বিষাক্ত মদপানের পর কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। এতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। ঘটনার পর বিষাক্ত মদ তৈরির অপরাধে বাবা ও ছেলেকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডি প্রতিদিন/এ মজুমদার