ভারতীয় সেনার হাতে বিপুল পরিমাণ অস্ত্র তুলে দিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সীমান্তে পাহারার দায়িত্বে থাকা এসএসবি সেনাদের হাতে ৯০০০ অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে জানা যায়। এছাড়াও দেওয়া হয়েছে ৩৪টি সশস্ত্র গাড়ি ও নজরদারির জন্য ৭৬০টি বাইক। নেপাল ও ভুটান সীমান্তে পাহারার দায়িত্বে রয়েছে এসএসবি সেনারা।
সূত্রের খবর থেকে জানা যায়, বেশ কিছুদিন আগে এসএসবির পক্ষ থেকে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছিল। যেখানে শুধুমাত্র অস্ত্রই নয়, যুদ্ধযানসহ বিভিন্ন জিনিসের দাবি জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে দেশটির সরকার ১২টি বুলেটপ্রুফ গাড়ি দিয়েছে। ১৫টি সশস্ত্র ট্রুপ কেরিয়ার, সাতটি মাইন প্রোটেকটেড গাড়ি, নজরদারির জন্য ৪২টি গাড়ি। মোট ৯,৯১৭টি বাইক দেওয়া হয়েছে। ১৭৫১ কিলোমিটার ভারত-নেপাল সীমান্তে পাহারার কাজে মোতায়েন রয়েছে এসএসবি। এছাড়াও ৬৯৯ কিলোমিটার ভারত-ভুটান সীমান্তেও রয়েছে তারা। বিহার ও ঝাড়খণ্ডে মাও দমনে এই সেনাদের ব্যবহার করে থাকে দেশটির সরকার। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার