বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় দুই হাজার ৯৩ সৌদি নাগরিক জঙ্গি সংগঠনের পক্ষে লড়াই করছে। এর মধ্যে ৭০ ভাগই আইএসের হয়ে লড়ছে সিরিয়ায়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল টার্কি এ তথ্য জানিয়েছেন।
সৌদি দৈনিক আল হায়াতের উদ্ধৃতি দিয়ে সোমবার গাল্ফ নিউজ এ খবর প্রকাশ করেছে। সিরিয়ায় জঙ্গি সংগঠনের পক্ষে যুদ্ধ করছে ১৫৪০ জন সৌদি নাগরিক। ইরাকে পাঁচ জন। ইয়েমেনে লড়ছে ১৪৭ এবং আফগানিস্তান ও পাকিস্তানে লড়ছে ৩১ সৌদি নাগরিক। ২৯৭ জনের ব্যাপারে বিস্তারিত কিছু জানে না সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মানসুর আল টার্কি বলেন, আইএসের সঙ্গে সহমত পোষণ করেন এমন সৌদি নাগরিকের সংখ্যা কমছে। আমরা ভেবেছিলাম আইএসে অনেক সৌদি নাগরিক রয়েছেন। কিন্তু আমাদের অনুমানের তুলনায় প্রাপ্ত সংখ্যাটি অনেক কম। সৌদি আরবের তুলনায় আইএসে অন্যান্য দেশের নাগরিক অনেক বেশি।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা