পাকিস্তানের পাঞ্চাব প্রদেশে বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এছাড়া অসুস্থ রয়েছেন আরও অনেকে। রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা টেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে বড়দিন উদযাপনের সময় এই ঘটনা ঘটে।
বিবিসি জানায়, পুলিশের কাছে আসা সবশেষ তথ্য অনুযায়ী বিষাক্ত মদ পান করে ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৪ জন খ্রিস্টান এবং বাকি দু'জন মুসলামান।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ইমরান আতিফ এএফপিকে জানান, বড়দিন পালনের সময় এলাকার মোবারকবাদ বসতির সবাই এই মদ পান করেছিল এবং এতে অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়ে।
এর আগে, অক্টোবর মাসে পাঞ্জাব প্রদেশে এক অনুষ্ঠান চলাকালে বিষাক্ত মদ পানে ১১ জন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মারা যান।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব