বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের দায়ে ভারতে ২০ হাজার স্বেচ্ছাসেবী সংগঠনের লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। এই সংগঠনগুলোর বিরুদ্ধে বিদেশ থেকে আর্থিক সাহায্য নেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিদেশ সংক্রান্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর আজকালের।
এদিকে, ভারত সরকারের এমন সিদ্ধান্তের ফলে দেশটিতে এখন বৈধ সংগঠনের সংখ্যা দাঁড়াল মাত্র ১৩ হাজার। এর মধ্যে ৩ হাজার সংগঠন ফের লাইসেন্স নবীকরণের জন্য আবেদন করেছে। পাশাপাশি ২ হাজার নতুন স্বেচ্ছাসেবী সংগঠন লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
গত এক বছর ধরে প্রত্যেকটি সংগঠনের আর্থিক লেনদেনের ব্যাপারটি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছিল। সেই কাজ এখনও চলছে। এর আগে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের দায়ে জাকির নায়েকের সংস্থার লাইসেন্সও বাতিল করে ভারত।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব