পশ্চিম সীমান্তের পর এবার নতুন পথে ভারতে হামলার ছক কষছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। এক্ষেত্রে পূর্ব পারের মায়ানমার-থাইল্যান্ড সীমান্তে সন্ত্রাসী ঘাঁটি তৈরি করে আইএসআই ভারতে হামলার পরিকল্পনা করছে। ভারতের গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।
এতদিন ধরে প্রধানত কাশ্মীর সীমান্ত ব্যবহার করেই আইএসআইর বিরুদ্ধে ভারতে হামলা চালানোর অভিযোগ ছিল। কিন্তু এবার পূর্ব সীমান্ত দিয়ে গোপন ঘাঁটি থেকে ভারতে হামলা করতে চায় তারা। গোয়েন্দা সূত্রে খবর, মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের ম্যারিসটে একটি গোপন জঙ্গি ঘাঁটি গেড়েছে আইএসআই। ওই ঘাঁটিতেই রোহিঙ্গা মুসলিমদের অস্ত্রসহ বিভিন্ন প্রশিক্ষণ দিতে তালেবান জঙ্গিদের ব্যবহার করছে আইএসআই।
সম্প্রতি এক জঙ্গিকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করেই এই নতুন জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়েছে গোয়েন্দারা। তাদের ধারণা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড সংগঠিত করতে প্রচুর পরিমান অর্থ এবং আধুনিক অস্ত্রশস্ত্র জোগাড় করেছে আইএসআই। পাশাপাশি হামলার কৌশল স্থির করতে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দের সঙ্গে রোহিঙ্গা মুসলিম নেতা মৌলানা আবদুল কুদ্দুসের বৈঠকের ব্যবস্থা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।
উল্লেখ্য, রোহিঙ্গা মুসলিম নেতা আবদুল কুদ্দুস পাকিস্তানের নাগরিক। জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদ আল ইসলামি আরকানা (হুজি) এর প্রধান। পাকিস্তানি তালিবান জঙ্গি সংগঠনের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পক্তৃতা রয়েছে এই কুদ্দুসের।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা