যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সৈন্য নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে টেক্সাস শহরের গালভেস্টন উপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সামরিক গ্রেডের অ্যাপাচি হেলিকপ্টারটি উপসাগরের একটি বন্দরের কাছে জারডিন সমুদ্র সৈকতে বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানা যায়নি।
বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম