শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহর। রিখটার স্কেলে এ ভূ-কম্পনের তীব্রতা ছিলো ৫ দশমিক ৫। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও নেই।
স্থানীয় সময় বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো দেশটির সিডন শহর থেকে ৩৫ কিলোমিটার পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/সালাহ উদ্দীন