ফিলিপাইনে পৃথক দুইটি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেতি দ্বীপে বুধবার রাতে এ দুই হামলা চলানো হয়। প্রথম হামলার ঘটনায় ২৭ জন আহত হন। তারা লিলনগোসে একটি বক্সিং ম্যাচ দেখছিলো।
শহরের মেয়র আলবার্ট বিলাহারমোসা জানান, ম্যানিলার প্রায় ৬২০ কিলোমিটার দক্ষিণের এ শহর থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।
সামরিক সূত্র জানায়, প্রথম বোমা বিস্ফোরণের মাত্র এক ঘণ্টা পর ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি মহাসড়কে দ্বিতীয় বোমা বিস্ফোরণে ছয়জন আহত হন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম