আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং জঙ্গি হুমকির বিষয়ে বৈঠক করেছে রাশিয়া, চীন ও পাকিস্তান। সম্প্রতি মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এতে আফগানিস্তানের কোনো প্রতিনিধি ছিল না। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, ক্রমশ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। পাশাপাশি আইএসসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলির কার্যকলাপ নিয়েও আমরা উদ্বিগ্ন।
আফগানিস্তান সম্পর্কে তিন দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে এই নিয়ে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হল।
পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে অংশগ্রহণকারী তিনটি দেশ আফগানিস্তানের নিজস্ব শান্তি ও সমঝোতা প্রক্রিয়া সুগম করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাজি হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা