ইরান এস-২০০ নামের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাতে সক্ষম হয়েছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অংশগ্রহণে বেলায়েত আকাশ প্রহরী-৭ নামের সামরিক মহড়ার শেষ দিনে বুধবার ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। তবে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কত কিলোমিটার এবং এর বৈশিষ্ট্য কী সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন এর।
অপরদিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি’র কমান্ডাররা দেশটির বুশেহর শহরে জড়ো হন। মহড়ার শেষ দিনে কল্পিত শত্রুর বিমানের বিরুদ্ধে ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মহড়ায় কল্পিত শত্রুর হানাদার ড্রোনবহরকে মহড়ার জন্য নির্ধারিত আকাশসীমা লঙ্ঘনের এক সেকেন্ডের মধ্যেই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়ে।
এদিকে, বিদেশী বিমানকে মহড়া এলাকা এড়িয়ে চলার জন্য কয়েকবার সতর্ক করতে হয়। এর মধ্যে মার্কিন ড্রোন ও গোয়েন্দা বিমানকে কয়েকবার সতর্ক করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৩