তখন সে নাবালিকা। বন্ধুদের সঙ্গে খেলাধুলায় কাটে দিন। কল্পনাই করতে পারেনি জীবনের ঘোরতর অন্ধকার একটা সময় তার জন্য অপেক্ষা করছে। আমচকা একদিন দুষ্কৃতিরা অপহরণ করে মেয়েটিকে। বড় দুনিয়াটা ছোট হয়ে যায় ক্ষুদ্র একটি কক্ষে। এরপর কেটে যায় ১৩টি বছর। নাবালিকার গর্ভে আসে সন্তান। চার-চারটি সন্তানের জন্ম দেয় সে। সেদিনের সেই নাবালিকা এখন যুবতী। সম্প্রতি তাকে উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
এই ১৩টা বছর সে কাটিয়েছে একটা ঘরের মধ্যে বন্দি থেকে। দুনিয়া বলতে শুধু একটা জানালা দিয়ে দেখা একটুকরো খোলা আকাশ। এই ১৩ বছরের প্রতি দিন তাকে ধর্ষিতা হতে হয়েছে। চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। সেখানেই শেষ নয়। ধর্ষণের ফলে জন্ম নেওয়া তার চারটি সন্তানকেই বিক্রি করে দিয়েছে অপহরণকারীরা। এটা ব্রিটিশ যুবতী আনা রুস্তনের জীবনের গল্প। উদ্ধারের পরই সামনে আসে এই নির্মম ঘটনা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ