ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র সমুদ্রের ৯১ কিলোমিটার গভীরে এবং সুম্বা বারাত দায়ার ৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম