সিরিয়ার পশ্চিমাঞ্চলে সংঘর্ষ, গোলাবর্ষণ এবং বিমান হামলায় রাশিয়া ও তুরস্ক সমর্থিত অস্ত্রবিরতি পন্ড হয়ে গিয়েছে। প্রায় ৬ বছরের যুদ্ধের অবসান ঘটাতে এবং সেই সঙ্গে সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার সূচনা করার লক্ষ্য নিয়ে এ যুদ্ধবিরতিতে একমত হয়েছিল দু’দেশ।
তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার যুদ্ধবিরতি ঘোষণা করেন। সে অস্ত্রবিরতি মধ্যরাতে কার্যকরও হয়।
কিন্তু এর প্রায় সঙ্গে সঙ্গেই সংঘর্ষ শুরু হওয়ার কথা জানায় বিদ্রোহীরা ও যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষকরা। ওদিকে, যুদ্ধবিমানগুলো দেশের উত্তরপশ্চিমের এলাকাগুলোতে বোমাবর্ষণ করায় শুক্রবার বেলা গড়ালে সহিংসতা শুরু হয়।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৯