মুম্বাইয়ে স্থানীয় সময় সোমবার ভোর ৪টার দিকে সাকি নাকা এলাকায় একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এ ব্যাপারে বৃহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) দুর্যোগ প্রশমন দল জানিয়েছে, খাইরানি রোডের লক্ষ্মী নারায়ণ মন্দিরের নিকটবর্তী মিষ্টির দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানটি পুরোপুরি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় দোকানটিতে ১৫ জন শ্রমিক ছিলেন জানিয়ে দোকান মালিক। তিনি বলেন, আগুন দ্রুতই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দু’একজন দৌড়ে পালাতে সক্ষম হন।
জানা গেছে, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১২টি মরদেহ উদ্ধার করে। তাদের সবারই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঘাটকোপার রাজধানী হাসপাতালের সহকারী চিকিৎসা কর্মকর্তা ড. শিতল।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া পুড়ে যাওয়ায় মরদেহগুলো সনাক্ত করাও সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ