ভারতের মুম্বাইয়ের সাকি নাকা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন নিহত হয়েছে। সোমবার ভোরে খাইরানি রোডে একটি স্ন্যাক্সের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা ওই দোকানের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার সময় তারা সকলেই দোকানের ভিতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। আগুনের ভয়বহতা এতটাই বেশি ছিল যে প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে অবস্থিত দোকানটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সোমবার ভোর ৪.১৭ মিনিটের দিকে খাইরানি রোডের ধারে মাখারিয়া কম্পাউন্ডে ভানু ফারসন শপে আগুন লাগে। ওই সময় তাদের কাছে আগুন লাগার খবর আসে। এরপরই ৪.৩৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এবং চারটি জাম্বো ট্যাঙ্কার ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়।
মুম্বাই ফায়ার সার্ভিসের প্রধান পি.এস রাহাংডেল জানান, ‘ওই দোকানের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে, মুহুর্তের মধ্যেই তা বিদ্যুতের ক্যাবল, কাঠের আসবাবপত্র সহ অন্য দাহ্য পদার্থে লেগে যায়। সেসময় ওই ঘরটিতে বেশ কয়েকজন কর্মী ঘুমাচ্ছিলেন। আগুনের ফলে তারা সকলেই ৬০/৩০ ফুটের ওই ঘরটির মধ্যে আটকে পড়ে। এরপর প্রচন্ড ধোঁয়া ও আগুনের উত্তাপেই ওই অংশটি ভেঙে পড়ে।
আগুন নেভার পর উদ্ধার কাজ শুরু হলে ধ্বংসাবশেষের নিচ থেকে ১২ জনের লাশ উদ্ধার করা হয়। পরে ওই লাশগুলিকে ঘাটকোপারের রাজাওয়ারী হাসপাতালে পাঠানো হয়।
ইতিমধ্যেই লাশ চিহ্নিতকরণের কাজ শুরু করেছে সাকি নাকা পুলিশ। সেইসঙ্গে আগুন লাগার প্রকৃত কারণ অনুসদ্ধানেও তদন্ত শুরু হয়েছে। ওই দোকানটিতে অগ্নি নির্বাপনের সমস্ত নিয়মকানুন মানা হয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। যদিও প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/হিমেল