জাপানের আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আচমকাই খসে পড়ে গেল মার্কিন যুদ্ধবিমানের একটি দরজা। জাপানের একটি স্কুলের খেলার মাঠের উপর এসে পড়ে সেই দরজা। কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনায় স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
এই বিষয়ে আমেরিকার সামরিক বিভাগের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করা হয়। এই বিবৃতিতে বলা হয়েছে, বহুদিন ধরেই হেলিকপ্টারটির দরজাটি খারাপ ছিল। একাধিকবার সেই বিষয়টি বলা স্বত্ত্বেও মেরামতির দায়িত্বে যারা আছেন তারা বিশেষ মাথা ঘামাননি বিষয়টি নিয়ে। কোনোক্রমে জোড়াতালি দিয়ে সাময়িক মেরামতি করা হয়েছিল। যার জেরে আচমকাই মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে বিমানের দরজাটি। আচমকা ঘটনা এটি নয়। সঠিকভাবে মেরামতি না করার জন্যই এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম