সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরের একটি আবাসিক এলাকায় মঙ্গলবার রাতে এক বিমান হামলায় ১৯ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের মধ্যে সাত শিশু রয়েছে। বুধবার এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সন্দেহভাজন রুশ বিমান থেকে মাশুরিনের কয়েকটি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’
ইদলিব প্রদেশের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকা এটি।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম