মিয়ানমারের ইয়াঙ্গুন নদীতে বুধবার সকালে ফেরি ডুবির ঘটনায় এক নারীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। দেশটির তথ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ফেরির একটি প্রপেলার বিকল হয়ে পড়লে এটি পাশের একটি মালবাহী জাহাজের ওপর আছড়ে পড়ে। স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। ১৪ যাত্রী নিয়ে ফেরিটি দালা থেকে ইয়াঙ্গুন যাচ্ছিল।
এই ঘটনায় ১১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছেন।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম