ভারতের রাজস্থানের সোয়াই মাধোপুরের ডুবি গ্রামের কাছে বানাস নদীতে যাত্রীবাহী বাস পড়ে ৩২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। শনিবার সকালের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীবাহী বাসটি লালসোট থেকে সোয়াই মাধোপুর যাওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে নদীতে পড়ে যায়। বাসের চাকা ফেটে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। যদিও বাসটি প্রচন্ড গতিবেগে যাচ্ছিল বলেও স্থানীয়রা কেউ কেউ জানিয়েছেন।
দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, উদ্ধার কাজে নামানো হয় ডুবুরিদের। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি শুরু করে।
এক পুলিশ কর্মকর্তা জানান, ‘শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে’।
ভয়াবহ এই দুর্ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে শোকপ্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধারকাজের জন্য রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/হিমেল