মেগান মের্কেলের সঙ্গে ব্রিটিশ রাজপুত্র হ্যারির বাগদানের ছবি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। বাগদানের সময় ৫৬ হাজার পাউন্ডের গাউন পরেছিলেন মেগান।
গাউনটি প্রাসাদ থেকে নয়, ব্যক্তিগত অর্ডার দিয়ে তৈরি করা হয়। কিন্তু সেই অর্ডারটি কে করেছিলেন, তা এখনো জানা যায়নি। গাউনটি তৈরি করেছে ব্রিটিশ ডিজাইন হাউজ রালফ অ্যান্ড রুশো।
বাগদানের ফটোশুটে হ্যারি নীল রঙের স্যুট পরেছিলেন। কেনসিংটন প্যালেস থেকে প্রকাশিত আরেকটি ছবিতে দেখা যায়, ক্রিম রঙের সুয়েটার পরেছেন মের্কেল। এটির ডিজাইনার ভিক্টোরিয়া বেকহাম।
গত নভেম্বরে হ্যারি-মেগানের বাগদান সম্পন্ন হয়। কিন্তু ছবিগুলো প্রকাশ করা হয় বৃহস্পতিবার। বিয়ের অনুষ্ঠান হবে আগামী বছর ১৯ মে। সূত্র : ইনডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা