সাইবার হামলা বন্ধ না করলে রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব বরিস জনসন। আসন্ন মস্কো সফরের আগেই তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ পররাষ্ট্র সচিব বলেন, সাইবার হামলা বন্ধ না করলে এর ফল হিসেবে রাশিয়াকেও একই ঘটনার শিকার হতে হবে।
বরিস জনসন বলেন, যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যে এমন খারাপ সম্পর্ক অতীতে কখনই সৃষ্টি হয়নি। রাশিয়ার শত্রুভাবাপন্ন আচরণ একদমই বরদাস্ত করবে না যুক্তরাজ্য।
শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, আপাতত কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে না যুক্তরাজ্য। কিন্তু রাশিয়ায় সাইবার হামলা চালানোর পূর্ণ সামর্থ্য যে যুক্তরাজ্যের গোয়েন্দাদের রয়েছে তা বুঝিয়ে দিতেই এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
এর আগে গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে অভিযোগ করেন, রাশিয়া অন্যান্য দেশের জাতীয় নির্বাচনে অনধিকারচর্চা করছে ও গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিযোগ সমর্থন করে দেশটির সাইবার প্রতিরক্ষার প্রধান কিয়ারান মার্টিন জানান, সম্প্রতি ৫৯০টি সাইবার হামলা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৩০টি খুবই গুরুতর।
রাশিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সম্প্রতি বছরগুলোতে ব্রিটেনের মিডিয়া, টেলিযোগাযোগ ও জ্বালানি খাতগুলোতে সাইবার হামলা চালিয়েছে মস্কো।
এ অবস্থায় ব্রিটিশ পররাষ্ট্র সচিবের আসন্ন মস্কো সফর আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ