আসন্ন ক্রিস্টমাসে (বড়দিন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহরে হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে নৌবাহিনীর সাবেক এক সদস্যকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত অধিদফতর (এফবিআই)।
জানা গেছে, এভেরিট অ্যারন জেমসন (২৫) নামে ওই ব্যক্তি এফবিআই’র ছদ্মবেশী সদস্যের সঙ্গে হামলা পরিকল্পনার বিষয়ে আলোচনার পর তাকে আটক করা হয়।
এ ব্যাপারে এফবিআই সূত্রের বরাত দিয়ে শনিবার মার্কিন সংবাদমাধ্যম বলেছে, পশ্চিমাঞ্চলের শহরটির পর্যটন এলাকা হিসেবে জনপ্রিয় পিয়ার ৩৯ এলাকায় ওই ব্যক্তি হামলার পরিকল্পনা করছিলেন। সূত্র জানায়, জেমসনকে আটকের পর তার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, একটি শেষইচ্ছাপত্র ও চিঠি পাওয়া যায়।
এফবিআই কর্মকর্তাদের দাবি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ রয়েছে চিঠিতে। তারা আরও দাবি করেন, গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মৌলবাদী বিশ্বাসের প্রতি সংহতি ও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সমর্থন প্রকাশ করায় এফবিআই’র নজরদারিতে চলে আসেন জেমসন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ