মিশরে সড়ক দুর্ঘটনায় তিন দিনে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। শনিবার কর্তৃপক্ষ এএফপিকে এ কথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার কায়রো থেকে একশ’ ৪৫ কিলোমিটার দক্ষিণে মরুভূমির রাস্তায় এক মিনিবাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এর একদিন আগে ওই একই রাস্তায় দুর্ঘটনায় আরও ১৩ জন নিহত হন।
সরকারি পরিসংখ্যান অনুসারে মিশরে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার লোক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ ট্রাফিক আইন জোরদার করতে ব্যবস্থা গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম