ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ঐকমত্যের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কর্তৃক যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আর কোনও ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তি না মানার ঘোষণা দেওয়ার পরই শুক্রবার তারা এই ঐকমত্যের ঘোষণা দেন।
এর আগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব জাতিসংঘ প্রত্যাখ্যান করার পরপরই রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট ফোনে কথা বলেন।
রাশিয়ার ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছেন যে, আন্তর্জাতিক রীতি-নীতির ভিত্তিতেই ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে সহায়তা করে যাবে দেশ দুটি। এ ক্ষেত্রে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টিতে ফিলিস্তিনি জনগনের অধিকারের বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হবে।
১৯৬৭ সালে ৬দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল যে ভূমি দখল করেছে সেই ভূমি থেকেই ফিলিস্তিনিরা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
রাশিয়া এবং তুরস্ক ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যেমনটা দিয়েছে জাতিসংঘের ৭০% সদস্য রাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিম ইউরোপ এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।
বিডিপ্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান