ফিলিপাইনের দাবাও শহরের শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ৩৭ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয় সময় শনিবার সকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা অগ্নি প্রতিরক্ষা বিষয়ক কমান্ডারের এক কর্মকর্তা বলেছেন, ওই ৩৭ জনের বেঁচে থাকার সম্ভাবনা 'শুন্য'। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ছেলে ও দাবাওয়ের উপ মেয়র পাওলো এক ফেসবুক পোস্ট এ তথ্য জানিয়েছেন।
জেলা পুলিশ কর্মকর্তা রালফ কানয় বলেন, এনসিসিসি মলের চতুর্থ তলায় আগুন লাগার পর মানুষজন ভেতরে আটকা পড়ে। মলের উপরের তলার কল সেন্টারের কর্মীরাও বের হতে পারেননি। রবিবার সকালেও আগুন নেভানো সম্ভব হয়নি। আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। আগুন যেখান থেকে লেগেছিল সেখানে গৃহস্থালীর ব্যবহার্য দ্রব্যাদি যেমন ফেব্রিকস, কাঠের আসবাবপত্র, প্লাস্টিকের মতো পণ্য ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়েছে। সূত্র : জাকার্তা পোস্ট
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা