বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে তাল মিলিয়ে সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছে ভারত। আর তারই জের ধরে এবার দেশটির হাতে আসছে সি-১৭ গ্লোবমাস্টার। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হারকিউলিস বিমান কেনার জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে। ছাড়পত্র হাতে এসে যাওয়াতে হারকিউলিস সি-১৭ কেনার জন্যে নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবে বলে জানা গেছে। কিন্তু নতুন করে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে।
ভারতীয় বিমান বাহিনী চায় যুক্তরাষ্ট্র থেকে তিনটা গ্লোবমাস্টার হারকিউলিস বিমান কিনতে। কিন্তু মার্কিন প্রশাসন আপাতত এই বিমান তৈরি বন্ধ করে দিয়েছে। ফলে বিমান বাহিনীর চাহিদা মতো বিমান আসছে না ভারতের কাছে।
জানা গেছে, আপাতত একটি মাত্র হারকিউলিস বিমান রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। নিতে গেলে একটিই নিতে হবে। এ ব্যাপারে দু'দেশের কর্মকর্তারা এরইমধ্যে কথাবার্তা শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশা, এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে।
প্রসঙ্গত, মোদির মার্কিন সফরের সময় হারকিউলিস বিমান কেনার বিষয়ে চুক্তি হয় ভারত এবং যুক্তরাষ্ট্রের। অবশেষে সেই বিমানই আসতে চলেছে ভারতের হাতে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ