ভারতের হায়দরাবাদে যোগী কুমার নামে স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাতার বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগ ছিল। তার বিরুদ্ধে কুরুচিকর এসএমএস পাঠানো ও মানহানির অভিযোগ জানিয়েছিলেন পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার এক নারী। শনিবার যোগীকে থানায় ডেকে পাঠানো হয়।
সাইবারাবাদ পুলিশ কমিশনারেটের মাধাপুর জোনের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) গঙ্গা রেড্ডি থানার ভিতরেই ওই নির্মাতাকে থাপ্পড়, গালিগালাজ করার পাশাপাশি লাথি মারেন। সেই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে পুলিশ প্রশাসনে।
ঘটনার পরই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাধাপুরের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্ব প্রসাদ জানান, যোগী কুমারের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। আমাদের ডিসিপি ওই অভিযুক্তের সঙ্গে খুব খারাপভাবে কথা বলছিলেন। কিন্তু কথা বলার সময় হঠাৎ করে কেন উত্তেজিত হয়ে পড়লেন সেটা জানতে হবে। কোন অভিযুক্তকেই পুলিশ কর্মকর্তারা লাথি মারতে পারেন না। এ জন্য তাকে তদন্তের মুখোমুখি হতে হবে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা