ভাড়া করা ট্যাক্সি ক্যাবের মধ্যে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার ভারতের মুম্বাইয়ের বাজরেশ্বরীতে এ ঘটনাটি ঘটে। তিনদিন পর গত শনিবার পুলিশ অভিযুক্ত ওই ট্যাক্সি চালককে আটক করেছে। খবর এনডিটিভির।
থানে থানে থানার এসপি মহেশ পাতিল জানিয়েছেন, ধর্ষককে গ্রেফতারের পাশাপাশি তার সহযোগীকেও আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাশিমিরা থেকে থানে যাবার জন্য তরুণীটি সন্ধ্যায় একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করেন। কিছু দূর যাবার পর চালক গন্তব্যের দিকে না গিয়ে, একটি নির্জন জায়গায় গাড়িটি নিয়ে যায়। এরপর তরুণীর টাকার ব্যাগ, মোবাইল ছিনিয়ে নেয়ার পর তাকে ধর্ষণ করে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব