ভারতের চার রাজ্যের পাঁচটি কেন্দ্রে বিধানসভার নির্বাচনে তিনটিতে জিতেছে ক্ষমতাসীন দল বিজেপি। একটিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন।
পশ্চিমবঙ্গের ‘সবং’ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতা রানী ভুঁইয়া ৬৪,১৯২ ভোটে বামফ্রন্ট প্রার্থী রীতা মন্ডলকে হারিয়ে জয়লাভ করেছেন। গীতা যেখানে ১,০৬,১৭৯ ভোট পেয়েছেন সেখানে বাম প্রার্থী রীতা পেয়েছেন ৪১,৯৮৭ ভোট। কঠোর নিরাপত্তার মধ্যেই রবিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। সময় গড়াতেই তৃণমূলের প্রার্থীর জয় পরিষ্কার হতে থাকে। এই কেন্দ্রে তৃতীয় স্থান অধিকার করেছে বিজেপি। দলটির প্রার্থী অন্তরা ভট্টাচার্য পেয়েছেন ৩৭,৪৭৬ ভোট। তবে গতবারের তুলনায় বিজেপির ভোট বেড়েছে সাত গুণ। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে বিজেপি মাত্র ৫ হাজার ভোট পেয়েছিল। অন্যদিকে ১৮,০৬০ ভোট পেয়ে চতুর্থ স্থান পেয়েছে কংগ্রেস। যদিও গতবছর বিধানসভার নির্বাচনে এই সবং কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন মানস ভুঁইয়া। কিন্তু পরে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে চলতি বছরেই মানস ভুঁইয়া রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর সবং কেন্দ্রে নির্বাচন জরুরি হয়ে পড়ে। এবার সেই কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে জিতলেন মানসের স্ত্রী গীতা রানী ভুঁইয়া।
উপ নির্বাচন হয় উত্তরপ্রদেশের ‘সিকান্দ্রা’ বিধানসভা কেন্দ্রেও। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অজিত পাল সিং ৭০০০ ভোটে হারিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী সীমা সচন’কে, এই কেন্দ্রে তৃতীয় হয়েছেন কংগ্রেস প্রার্থী প্রভাকর।
‘সিকান্দ্রা’র মতোই অরুণাচল প্রদেশের দুইটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেও জয়জয়কার বিজেপি শিবিরের। এই রাজ্যের ‘পাক্কে-কেসং’ কেন্দ্রে বিজেপি প্রার্থী বি.আর.ওয়াঘে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কামেং ডোলো’কে। অন্যদিকে ‘লিকাবলী’ কেন্দ্রটিতে বিজেপি প্রার্থী কার্ডো নেইগিয়র পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী মোদাম দিনি’কে।
তবে এই উপনির্বাচনে সবার নজর ছিল তামিলনাড়ুর আর.কে.নগর বিধানসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে জয়ী হয়েছেন স্বতন্ত্র দলের প্রার্থী ও শশীকলার ভাইপো টি.টি.ভি দিনাকরণ। অথচ গণনার আগে পর্যন্ত দিনাকরণকে হিসাবের মধ্যেই রাখা হয়নি। কারণ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর এই কেন্দ্রে মূল লড়াই ছিল জয়ললিতার দল রাজ্যের শাসকদল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (এআইএডিএমকে) ও বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (ডিএমকে)-এর মধ্যে। কিন্তু নাটকীয়ভাবে এআইএডিএমকে প্রার্থী ই.মধুসুধানন এবং ডিএমকে প্রার্থী এন.মারুথু গণেশকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় দিনাকরণ।
গত ২১ ডিসেম্বর এই পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব